করোনা: তারকা-ইমামদের দিয়ে প্রচারণা চালাতে নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনাভাইরাস, এখন পুরো বিশ্বে একটি আতঙ্কের নাম। এই ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো পৃথিবী বেসামাল হয়ে পড়েছে।

এদিকে সম্প্রতি বাংলাদেশেও হানা দিয়েছে ভাইরাসটি। এই ভাইরাসে এরই মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের।

এমতাবস্থায় করোনা নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারের দিকে বেশী জোর দেওয়ার তাগিদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, করোনা নিয়ে আতঙ্ক তৈরি করা যাবে না। এসময়ই তথ্য মন্ত্রণালয়কে প্রচার বাড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তারকা, মসজিদের ইমামদের দিয়ে প্রচারের উদ্যোগ নিতে বলেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বিভাগীয় পর্যায়ে করোনাভাইরাস পরীক্ষা করার যন্ত্রপাতি পৌঁছানোর নির্দেশও দেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এনইসি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী।

এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, আমাদের এখানে লকডাউন করার মতো সময় এখনো আসেনি। এ দেশের জনগণ এতে অভ্যস্ত নয়। লকডাউন নয়, পর্যায়ক্রমে কঠোর ব্যবস্থার দিকে যাবে সরকার। আমাদের ভালোর জন্য আশা করতে হবে, খারাপের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

জানা গেছে, এনইসি সভার শুরুতেই করোনা-পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে জনগণের সুরক্ষার বিষয়টি জোর দেওয়া হয়। কোনো লক্ষ্য থাকলে স্ব উদ্যোগেই কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।

 

টাইমস/জেকে

Share this news on: