নভেল করোনাভাইরাসের সংক্রমণে দিন দিন পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। জ্যামিতিক হারে বাড়ছে মৃতের সংখ্যাও। ফলে ঘরবন্দি হয়ে পড়েছে পুরো বিশ্ব।
এরই মধ্যে বার, রেস্তোরাঁ, ক্লাব, পার্ক, সমুদ্র সৈকত- সবই বন্ধ। কিন্তু প্রেমতো মানছে না কেনো বাধা। তাই ডেটিং সাইট বন্ধ থাকায় যুগলদেরকে ঘরে থেকেই কিভাবে প্রেম করতে হবে তার অভিনব সব কৌশল শেখাতে পরামর্শ দিচ্ছে পশ্চিমা ডেটিং সাইটগুলো।
তারা সরাসরি ‘বাহুবন্দি প্রেম’ বাদ দিয়ে ভার্চুয়াল প্রেমের প্রতি উৎসাহিত করছে। কোনো কোনো সাইটের পরামর্শ- মেলামেশা, কাছে আসা ভুলে যান, প্রেম করুন অনলাইনে। কেউ বলছে, আসুন একসঙ্গে কোয়ারেন্টিনে যাই।
শীর্ষস্থানীয় ম্যাচমেকার ওকেকিউপিড টুইটারে বলছে, ‘এখন বারে বসে ডেটিং করার সময় নয়। ফেসটাইম, স্কাইপি, কল, আমাদের বার্তা পাঠানো অ্যাপ... সবই এখন বেশ রোমান্টিক।’
ডেটিং সাইট কফি মিট বাগেল (সিএমবি) কিছু ভিন্নমাত্রার ভার্চুয়াল প্রেম কৌশল আবিষ্কার করেছে। এরমধ্যে অনলাইন ভিডিও গেম ডেট অন্যতম।
তবে, এসব নিয়ে মার্কিন কমেডিয়ান ও লেখক ল্যান মুর বলেন, করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত সাধারণ নাগরিকদের মধ্যে অনলাইননির্ভর আকর্ষণ তৈরির চেষ্টা করা উচিত নয়। এ নিয়ে ডেটিং সাইটে ঠাট্টা-রসিকতা বাড়ছে বলে তার অভিযোগ।
তিনি বলেন, যদি বিপজ্জনক এ সংকট পরিস্থিতি নিয়ে কেউ তামাশা করে অথবা মজা করে তাহলে আমার পরামর্শ, এসব বন্ধ করে দেয়া হোক।
টাইমস/জিএস