চিলিতে জরুরি অবস্থা জারি, ভয়াবহ দাবানলে প্রাণহানি অন্তত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আগুনের বিস্তার ঠেকাতে দুই অঞ্চলে জরুরি অবস্থা ও বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে সরকার। দাবানলের তাণ্ডবে ইতোমধ্যে ৫০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং শত শত বাড়িঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত দুই অঞ্চলের ৫০ হাজার একর এলাকা আগুনে পুড়ে গেছে। দেশটির দক্ষিণাঞ্চলে একযোগে সক্রিয় রয়েছে অন্তত দুই ডজন আগুন। খবর আল জাজিরা ও বিবিসি

রোববার প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে আমরা নিশ্চিত, এই সংখ্যা আরও বাড়বে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তিনি নতুন করে রাত্রিকালীন কারফিউও জারি করেছেন। এর আগে নিরাপত্তামন্ত্রী লুইস কর্দেরো এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বায়োবিও ও নুবলে অঞ্চলে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বায়োবিও ও নুবলে অঞ্চলেই দাবানলের প্রভাব সবচেয়ে ভয়াবহ। রোববারই এই দুই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট বোরিক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, আগুন নিয়ন্ত্রণে ‘সব ধরনের সম্পদ প্রস্তুত রাখা হয়েছে’। এই ঘোষণার ফলে সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে যুক্ত হতে পেরেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বায়োবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এই দুই শহরের মোট জনসংখ্যা প্রায় ৬০ হাজার। স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিজালদে বলেন, আগামী কয়েক দিনে প্রতিকূল আবহাওয়া বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রা আগুন নেভানোর কাজ আরও কঠিন করে তুলবে। তিনি বলেন, ‘আমরা এক জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছি।’

এদিকে বায়োবিও ও নুবলে অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ৮৫ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। এতে করে ব্যাপকভাবে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। এখন পর্যন্ত অন্তত ২৫০টি বাড়িঘর ধ্বংস হয়েছে।

পৃথক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমে রাস্তায় পড়ে থাকা পুড়ে যাওয়া গাড়ির ছবি প্রকাশিত হয়েছে। দীর্ঘমেয়াদি খরার কারণে সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে একের পর এক ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। চিলির বন বিভাগ কনাফ জানিয়েছে, রোববার সারা দেশে মোট ২৪টি আগুনের সঙ্গে লড়াই করছিল দমকল বাহিনী। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আগুনগুলো নুবলে ও বায়োবিও অঞ্চলে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, এখন পর্যন্ত এই দুই অঞ্চলে প্রায় ২০ হাজার হেক্টর (৫০ হাজার একর) এলাকা আগুনে পুড়ে গেছে। প্রবল বাতাস ও গ্রীষ্মকালীন তাপমাত্রা আগুনের বিস্তার আরও বাড়িয়ে দিয়েছে এবং আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি করছে।

এমন অবস্থায় চিলির বড় একটি অংশে তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুই দিনে সান্তিয়াগো থেকে বায়োবিও পর্যন্ত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ-মধ্য চিলি বারবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একযোগে শুরু হওয়া দাবানলে ১৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। তখন প্রেসিডেন্ট বোরিক বলেছিলেন, ২০১০ সালের ভূমিকম্পের পর এটিই চিলির সবচেয়ে বড় ট্র্যাজেডি। ওই ভূমিকম্পে অন্তত ৫০০ মানুষ মারা গিয়েছিলেন।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
অনেকেই বলে আমি কোটিপতি, অথচ অভ্যুত্থানের পর আমার আর্থিক অবস্থা বেশি খারাপ : মীর স্নিগ্ধ Jan 19, 2026
img
ভালো করতে না পেরে সাইফের দুঃখ প্রকাশ Jan 19, 2026
img
সারেন্ডার করেছি, হাইকোর্টে ফয়সালা হবে: গফুর ভূইয়া Jan 19, 2026
img
কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২৭ Jan 19, 2026
img
পি‌রোজপু‌রে যুবলীগ নেতা শিশির গ্রেপ্তার Jan 19, 2026
img
বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনল বিসিবি Jan 19, 2026
img
মাঝ-আকাশে বোমাতঙ্ক, ভারতীয় বিমানের জরুরি অবতরণ Jan 19, 2026
img
অঞ্জন দত্তের জন্মদিন আজ Jan 19, 2026
img
শুধু নারী কেন, পুরুষেরাও সমান ভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ে আকৃষ্ট!: সুমন মুখোপাধ্যায় Jan 19, 2026
img
শান্তি উদ্যোগে যোগ দিতে ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র Jan 19, 2026
img
চীনে কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ৫ Jan 19, 2026
img
খালেদা জিয়ার শিক্ষানীতিতে আলোকিত লাখো আফ্রিকান মেয়ে: জাইমা রহমান Jan 19, 2026
img
অভিনেত্রী শেফালির মৃত্যু নিয়ে স্বামীর চাঞ্চল্যকর তথ্য Jan 19, 2026
img
চীনের ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড Jan 19, 2026
img
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে নতুন ইতিহাস, নেপথ্যে কী? Jan 19, 2026
img
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ, জানা যাবে শবেবরাত কবে Jan 19, 2026
img
মাদকসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার Jan 19, 2026
img
মেয়ে নিয়ে বিমানবন্দরে বিপাকে রাহুল প্রীতি Jan 19, 2026
img
আমি এসেছি শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করতে: জাইমা রহমান Jan 19, 2026
img
কে কার মুখোমুখি বিপিএল ২০২৬ এর প্লে-অফে? Jan 19, 2026