করোনা: ফরিদপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দুই যৌনপল্লি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফরিদপুর শহরের দুটি যৌনপল্লি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার দুপুরে শহরের রথখোলা ও সিএন্ডবি ঘাটে (নৌবন্দর) অবস্থিত যৌনপল্লি দুটি বন্ধের ঘোষণা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম রেজা।

মো. মাসুম রেজা জানান, শহরের এসব যৌনপল্লিতে জায়গা কম, ঘিঞ্জি পরিবেশ। বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে যাতায়াত করেন। এতে সংক্রমণ ঝুঁকি থাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পরামর্শে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই দুই পল্লিতে প্রায় তিন শতাধিক যৌনকর্মী ছাড়াও বাড়িওয়ালী, মাসী ও অনেকের ছেলেমেয়ে রয়েছে। এ কারণে তাদের খাদ্য সহায়তা হিসেবে প্রাথমিক পর্যায়ে এক-দুইদিনের মধ্যে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, বন্ধের সময়ে যৌনকর্মীদের কাছ থেকে ঘরভাড়া না নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বাড়িওয়ালাদের।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে পল্লি দুইটির প্রবেশপথে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালী থানার ওসি মো. মোরশেদ আলম।

ফরিদপুরের রথখোলা যৌনপল্লির জয় নারী সংঘের সাধারণ সম্পাদক শিউলি পারভিন যৌনকর্মীদের খাওয়া-দাওয়া এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

টাইমস /এইচইউ

Share this news on: