ভারতের একটি বিমানে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিমানটি জরুরি অবতরণ করেছে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ আতঙ্কের ঘটনা ঘটে।
রোববার (১৮ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে বিমানটি লখনৌ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ঘটনার পরপরই এটিকে বিমানবন্দরের আইসোলেশন এরিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, রোববার সকাল ৮টা ৪৬ মিনিটে একটি নিরাপত্তা সতর্কবার্তা পায় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। এরপর সকাল ৯টা ১৭ মিনিটে বিমানটি নিরাপদে লখনৌ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে মোট ২৩৭ যাত্রী ছিল। তাদের মধ্যে ২২৩ যাত্রী, ৮ শিশু এবং ৫ ক্রু সদস্য ছিলেন।
প্রাথমিক তদন্তে বিমানের পেছনের ল্যাভেটরিতে টিস্যু পেপারে হাতে লেখা একটি নোট পাওয়া যায়। এ নোটে ‘বিমানে বোমা আছে’ বলে উল্লেখ করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের লাগেজ কেবিনে প্যাকেটজাত অবস্থায় তেজষ্ক্রিয় উপাদান বহন করা হচ্ছিল। তবে এগুলো কোনো বিস্ফোরক নয়। ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত এক ধরনের ওষুধ। এটি প্রয়োজনীয় অনুমোদন (এনওসি) সাপেক্ষে পরিবহন করা হচ্ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি) বিমানটি ঘিরে রেখেছে। পাশাপাশি বোমা নিষ্ক্রিয়কারী দল ও নিরাপত্তা সংস্থাগুলো বিমানটিতে তল্লাশি চালাচ্ছে।
ইন্ডিগোর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, রোববার দিল্লি থেকে বাগডোগরাগামী একটি ফ্লাইটে নিরাপত্তাজনিত হুমকি শনাক্ত হওয়ায় বিমানটি লখনৌয়ে ডাইভার্ট করা হয়। নির্ধারিত প্রটোকল অনুসরণ করে আমরা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশিতে পূর্ণ সহযোগিতা করছি।
বিবৃতিতে আরও বলা হয়, যাত্রীদের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যাত্রীদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে এবং নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া হচ্ছে। যাত্রী, ক্রু ও বিমানের নিরাপত্তাই বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
কেএন/টিকে