টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে আজ (১৯ জানুয়ারি) সোমবার সকালে আয়োজিত 'ভোটের গাড়ি' ও গণভোট প্রচারণায় অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আসন্ন গণভোট ও সাধারণ নির্বাচন সফল করার প্রধান দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর বর্তায়।
তিনি উল্লেখ করেন, আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে এবং তখন রাজনৈতিক দলগুলো তাদের দলীয় প্রার্থীর পাশাপাশি গণভোটের পক্ষেও ব্যাপক প্রচারণা চালাবে বলে সরকার আশা করছে।
উপদেষ্টা আরও জানান, বর্তমান সরকার ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এবং সব দলই তাদের প্রার্থীদের প্রচারণার পাশাপাশি গণভোটের গুরুত্ব তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত সরকারের পক্ষ থেকে গণভোটের এই প্রচারণা অব্যাহত থাকবে, এরপর রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় অংশ নেবে।
দেশে চলমান এলপিজি গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে ফাওজুল কবির খান বলেন, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় সমুদ্রে জাহাজ সংকট তৈরি হয়েছে। এর ফলে সময়মতো এলপিজি আমদানি করা সম্ভব না হওয়ায় বাজারে এই কৃত্রিম সংকট দেখা দিয়েছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে এবং খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।
কেএন/টিকে