সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসর ও গণঅভ্যুত্থানের বিপক্ষ শক্তি গণভোট নিয়ে প্রশ্ন তুলছে উল্লেখ করে শিল্প, গৃহায়ণ, গণপূর্ত ও এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের পরিবর্তনের জন্য যারা জুলাই -আগস্টে জীবন দিয়েছেন তাদের সহযোদ্ধাদের উদ্যোগে জুলাই সনদ হয়েছে - সেই সনদ বাস্তবায়নের জন্যই গণভোট।
রোববার (১৯ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায় উল্লেখ করে উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন , বাংলাদেশ গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে। নির্বাচনে হ্যাঁ ভোট দিয়ে তারা সেই অবস্থান পরিষ্কার করবে।
তিনি বলেন, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার। সরকার জুলাই সনদ প্রণয়ন করেছে ছাত্র জনতার সহযোগিতায়। এই সনদ বাস্তবায়নে ছাত্রজনতাকে সাথে নিয়ে সরকার কাজ করছে। ১২ তারিখের নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন ব্যাক্ত হবে এবং জনগণ তাদের নির্বাচিত প্রার্থী নির্বাচন করবেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিনে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা মো. আদিলুর রহমান খান।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন শাহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও শহীদ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সোমবার সকাল ৯টায় এক দিনের সরকারি সফরে কিশোরগঞ্জ আসেন উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন এনজিও কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে মতবিনিময় সভা করেন উপদেষ্টা আদিলুর রহমান।
পরে জেলার কুলিয়ারচরে গণভোটের পক্ষে প্রচারণায় ‘ভোটের গাড়ি’ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এসকে/টিকে