শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচন শঙ্কামুক্ত ও সুষ্ঠু করার জন্য প্রচেষ্টা চলছে। জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে ভোটে অংশ নিতে পারেন তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, গত সরকারের আমলে নির্বাচনে মানুষ ভোট দিতে পারেননি, এবার তারা সাধারণ ভোটের পাশাপাশি গণভোটেও অংশ নেবেন। এই ভোট বাংলাদেশকে একশ বছর এগিয়ে নিয়ে যাবে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে গণভোট উদ্বুদ্ধকরণ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন, ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। কারণ, গণভোট বিষয়ে ভোটের গাড়ি ও সরকারের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেবুন্নাহার শাম্মির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ।
উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডার জুনায়েদ বিন মর্তুজা, সহকারী পুলিশ সুপার মো. ফায়জুল প্রমুখ।
এমআই/এসএন