জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলার রায় ঘোষণা করা হবে আজ। ৫ মাস ১০ দিনের মধ্যেই, বিচার শেষ করে এ রায় দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ মামলায় আসামি তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জন পুলিশ সদস্য। রাষ্ট্রপক্ষ সবার মৃত্যুদণ্ড চাইলেও আসামিপক্ষের দাবি, অপরাধ প্রমাণ হয়নি।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, এডিসি আখতারুল ও শাহাবাগ থানার পরিদর্শক আরশাদের নির্দেশে চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালায় কনস্টেবল সুজন, ইজাজ হোসেন, ইমন ও নাসিরুল। এর মধ্যে গ্রেপ্তার রয়েছে চারজন।
প্রসিকিউশনের দাবি- ১৯টি ভিডিও ফুটেজ, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনার অডিও ক্লিপ এবং সাক্ষ্যের মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হয়েছে। সবার মৃত্যুদণ্ডের দাবি তাদের।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন ছাত্রজনতার আন্দোলনে শহীদ হন ৬ জন।
পিএ/টিকে