করোনা: সাধারণ মানুষের পাশে মিষ্টি জান্নাত

বড় পর্দার নায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি ডাক্তারি পাস করেছেন তিনি। তবে এখনো কোন চেম্বার নিয়ে বসেননি এই নায়িকা।

এদিকে ডাক্তার হয়েই একটি ভালো উদ্যোগ হাতে নিয়েছেন মিষ্টি জান্নাত। প্রাণঘাতী করোনার প্রকোপে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই নায়িকা।

ডাক্তারদের একটি ফোরামের মাধ্যমে জনসাধারণের মাঝে বিনা মূল্যে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণের উদ্যোগ নিয়েছেন মিষ্টি জান্নাত।

এই প্রসঙ্গে বাংলাদেশ টাইমস প্রতিনিধিকে মিষ্টি বলেন, আগামী ২৫ বা ২৬ মার্চ ২০০০ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করার পরিকল্পনা করেছি। শাহবাগ ও তার আশেপাশের এলাকায় এগুলো বিতরণ করবো। আমাদের ফোরাম ‘বিয়িং হিউম্যান ডক্টরস গ্রুপ’ এ উদ্যোগ নিয়েছে। আমরা পর্যায়ক্রমে অন্যান্য জায়গাতেও মাস্ক, স্যানিটাইজার, সাবান এসব বিতরণ করবো।

প্রসঙ্গত, ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর ‘চিনিবিবি’, ‘তুই আমার’, ‘তুই আমার রানি’ সিনেমায় কাজ করেন এই নায়িকা।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ