দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি মাছ ধরার জাহাজ থেকে ৪.৮৭ টন কোকেন জব্দ করেছে ফ্রান্সের নৌবাহিনী। ধারণা করা হচ্ছে, জাহাজটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এ তথ্য নিশ্চিত করেছেন ফরাসি কর্মকর্তারা।
গত সোমবার পলিনেশিয়ায় অবস্থিত ফ্রান্সের হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, মধ্য আমেরিকা থেকে আসা জাহাজটি ১৬ জানুয়ারি আটক করা হয়।
তদন্তের সঙ্গে যুক্ত একটি সূত্র জানায়, টোগোর পতাকাবাহী ওই জাহাজে কোকেন পরিবহন করা হচ্ছিল এবং এটি অস্ট্রেলিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ছিল।
সূত্রটি আরো জানিয়েছে, জাহাজে থাকা ১০ জন হন্ডুরান ও ১ জন ইকুয়েডোর নাগরিককে ফরাসি কর্তৃপক্ষ দায়মুক্ত রাখবে। তবে তাদের নিজ নিজ দেশে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
জাতিসংঘ জানিয়েছে, কোকেন ও মেথামফেটামিন পাচারকারী সংগঠিত অপরাধী গোষ্ঠীগুলো প্রশান্ত মহাসাগরে তাদের কার্যক্রম বাড়াচ্ছে।
উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে বিপুল পরিমাণ মাদক পাঠানো হচ্ছে।
এমকে/টিএ