গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের পাঠানো একটি বার্তার স্ক্রিনশট প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
ট্রুথ সোশ্যালে পোস্ট করা ওই স্ক্রিনশটের ক্যাপশনে ট্রাম্প লেখেন, 'ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের একটি নোট।' স্ক্রিনশটে আংশিকভাবে লেখা আছে- 'আমার বন্ধু ট্রাম্প, সিরিয়া ইস্যুতে আমরা পুরোপুরি একমত। ইরান নিয়ে আমরা বড় কিছু করতে পারি। কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে আপনি কী করছেন, আমি তা বুঝতে পারছি না।'
সম্প্রতি গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ম্যাকরন। একই সঙ্গে গাজা পুনর্গঠন তদারকির জন্য প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার ট্রাম্পের আমন্ত্রণও প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট।
ম্যাকরনের আমন্ত্রণ প্রত্যাখ্যান প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, 'ওকে কেউই চায় না'। একই সঙ্গে ফরাসি ওয়াইনের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
এসকে/এসএন