যুক্তরাষ্ট্র ও কানাডা

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন। ট্রাম্পের এই আকস্মিক অবস্থান পরিবর্তনের ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক নজিরবিহীন আন্তর্জাতিক কূটনৈতিক সংকটের মুখে পড়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পোস্টে ব্রিটিশ সরকারকে তীব্র কটাক্ষ করে লেখেন, ‘আশ্চর্যজনকভাবে আমাদের “মেধাবী” ন্যাটো মিত্র যুক্তরাজ্য দিয়েগো গার্সিয়া দ্বীপটি মরিশাসের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। সেখানে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। কোনো সংগত কারণ ছাড়াই তারা এটি হস্তান্তর করছে।’

ট্রাম্প এই সিদ্ধান্তকে ‘চরম দুর্বলতা’ হিসেবে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন, চীন ও রাশিয়ার মতো আন্তর্জাতিক শক্তিগুলো কেবল ‘শক্তিমত্তা’ চিনতে জানে এবং তারা এই দুর্বলতার সুযোগ নেবে। মজার বিষয় হলো, ট্রাম্প এই দ্বীপ হস্তান্তরকে গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবির সঙ্গে যুক্ত করেছেন। তিনি বলেন, ব্রিটেনের এই ‘বোকামি’ প্রমাণ করে, কেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেওয়া জরুরি। তিনি ডেনমার্ক ও তার ইউরোপীয় মিত্রদের এ বিষয়ে ‘সঠিক কাজ’ করার আহ্বান জানান।

ট্রাম্পের এই কঠোর অবস্থান ব্রিটিশ সরকারের জন্য একটি বড় ধাক্কা ও চরম অবমাননাকর হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। কারণ, মাত্র ২৪ ঘণ্টা আগেও ডাউনিং স্ট্রিটে এক বক্তব্যে কিয়ার স্টারমার ট্রাম্পের সঙ্গে তাঁর ‘শান্ত ও গভীর সম্পর্কের’ সাফাই গেয়েছিলেন। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রাম্প সেই সম্পর্ককে তুড়ি মেরে উড়িয়ে দিলেন!

আরও বিস্ময়কর হলো, ২০২৫ সালের মে মাসে যখন স্টারমার এই চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তর চুক্তির ঘোষণা দিয়েছিলেন, তখন খোদ ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে ‘যুগান্তকারী অর্জন’ হিসেবে স্বাগত জানিয়েছিলেন। এমনকি ফেব্রুয়ারিতে ওভাল অফিসে সফরের সময় ট্রাম্প নিজে এই ৯৯ বছরের লিজ চুক্তির প্রতি সমর্থন ব্যক্ত করে বলেছিলেন, ‘আমি আপনাদের দেশের সিদ্ধান্তের সঙ্গে যেতে আগ্রহী।’ এখন সেই অবস্থান থেকে ট্রাম্পের ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া স্টারমারের বৈদেশিক নীতির ওপর বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে।

গত বছরের চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে। শর্ত হলো, এর মধ্যে বৃহত্তম দ্বীপ ‘দিয়েগো গার্সিয়া’-তে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিটেন-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক ঘাঁটিটির নিয়ন্ত্রণ পরবর্তী ৯৯ বছরের জন্য ব্রিটেনের হাতেই থাকবে (যা আরও ৪০ বছর বাড়ানোর সুযোগ রয়েছে)। বিনিময়ে যুক্তরাজ্য মরিশাসকে বছরে ১০১ মিলিয়ন পাউন্ড দেওয়ার অঙ্গীকার করেছে।

উল্লেখ্য, ১৯৬৫ সালে মরিশাস যখন ব্রিটিশ উপনিবেশ ছিল, তখন ৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ব্রিটেন এই দ্বীপগুলো আলাদা করে নেয়। ১৯৬০ ও ৭০-এর দশকে সামরিক ঘাঁটি গড়ার প্রয়োজনে হাজার হাজার বাসিন্দাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়, অবশ্য পরে তাঁরা ব্রিটেন ও সেচেলসে স্থায়ী হন। মরিশাস দীর্ঘকাল ধরে এসব দ্বীপের নিয়ন্ত্রণ ফিরে পেতে আন্তর্জাতিক আদালতে লড়াই করে আসছে। স্বাধীনতার শর্ত হিসেবে এই দ্বীপগুলো জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ।

গ্রিনল্যান্ড বিতর্কের শতবর্ষ আগেই যুক্তরাষ্ট্রের কাছে দ্বীপ বেচে দেয় ডেনমার্কগ্রিনল্যান্ড বিতর্কের শতবর্ষ আগেই যুক্তরাষ্ট্রের কাছে দ্বীপ বেচে দেয় ডেনমার্ক
এদিকে ব্রিটিশ ডানপন্থী নেতা এবং রিফর্ম ইউকে-র প্রধান নাইজেল ফারাজ ট্রাম্পের এই মন্তব্যকে স্বাগত জানিয়ে এক পোস্টে বলেন, ‘ধন্যবাদ যে ট্রাম্প চাগোস দ্বীপপুঞ্জ সমর্পণের এই সিদ্ধান্তের ওপর কার্যত ভেটো দিয়েছেন।’

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য কেবল চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে নয়, এটি ব্রিটিশ রাজপরিবারের আসন্ন মার্কিন সফরের ওপরও কালো মেঘের ছায়া ফেলবে। এ ছাড়া সম্প্রতি কানাডা দখলের হুমকি এবং এখন ব্রিটেনের কূটনীতিককে আক্রমণ করার মাধ্যমে ট্রাম্প স্পষ্ট করে দিলেন যে, তাঁর দ্বিতীয় মেয়াদে কোনো পুরোনো মিত্রই নিরাপদ নয়। ব্রিটেনের পর্যবেক্ষকেরা বলছেন, কিয়ার স্টারমারকে এখন উত্তর দিতে হবে—যে ‘বিশেষ সম্পর্কের’ কথা তিনি বলে আসছিলেন, সেটির প্রকৃত প্রভাব আসলে ঠিক কতটুকু?

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির নামে চাঁদাবাজি ও অন্যায় চলবে না: রবিউল আলম Jan 21, 2026
img
প্রেমিকার অনুপস্থিতিতে একা আমির খান, নেপথ্যে কী কারণ? Jan 21, 2026
img
দর্শক শুধু ভায়োলেন্স দেখতে চায় না: আফসানা মিমি Jan 21, 2026
img
এ বার একই ছবিতে শুভশ্রী এবং শ্রাবন্তী? Jan 21, 2026
img
‘রবীন্দ্রনাথের গল্পে কাজ করার জন্য মুখিয়ে ছিলাম’-পরীমনি Jan 21, 2026
img
রেগে গিয়ে সহ অভিনেতার গায়ে হাত তোলেন পূজা? Jan 21, 2026
img

যুক্তরাষ্ট্র ও কানাডা

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার Jan 21, 2026
img
যশোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান আটক Jan 21, 2026
img
২০২৫ সালে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫ শতাংশ Jan 21, 2026
img
সিরিয়ায় ভেস্তে গেল যুদ্ধবিরতির চুক্তি Jan 21, 2026
img
এনসিপি নেতাদের রাজনীতি শেখার উপদেশ দিলেন মির্জা আব্বাস Jan 21, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 21, 2026
৫০ বছরের উপরে হওয়া এই প্র্যাকটিসটা যদি একটু বদলাই: তারেক রহমান Jan 21, 2026
জুলাই জাদুঘরে যা যা দেখা যাবে! Jan 21, 2026
বিনামূল্যে চিকিৎসা সহ ক্ষমতায় গেলে যা করবে, জানালো জামায়াত Jan 21, 2026
img
করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন : নিহত ২৮, নিখোঁজ ৮১ Jan 21, 2026
আল্লাহর কুদরতি রহমত থেকে এসে সিলেটের ইজ্জত রক্ষা হয়েছে : ফাহিম আল চৌধুরী Jan 21, 2026
img
বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার Jan 21, 2026
img

মিঠুন চক্রবর্তী

বাবা না থাকলে আমি মিঠুন চক্রবর্তী হতে পারতাম না Jan 21, 2026
img
জুলাই চেতনায় নতুন নারায়ণগঞ্জ গড়ব: সিরাজুল মামুন Jan 21, 2026