করোনা: রংপুরে মাঠে সেনাবাহিনী

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় কাজ করতে রংপুরে মাঠে নেমেছে সেনাবাহিনী। সেখানে তিন ভাগে বিভক্ত হয়ে কাজ করছে তারা। মঙ্গলবার সকালে রংপুর জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের সঙ্গে প্রস্তুতি সভায় এ কথা জানান সেনাবাহিনীর কর্মকর্তারা।

জেলা প্রশাসক আসিব আহসান বলেন, সকালে লেফটেন্যান্ট কর্নেল তারেক, নাসির এবং মেজর ইমামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিমের সঙ্গে প্রস্তুতি সভা হয়েছে। তারা তিনটি ভাগে ভাগ হয়ে রংপুরে কাজ শুরু করেছেন।

তিনি বলেন, সভায় তারা কীভাবে এবং কি কি কাজ করবেন, তা নির্ধারণ করেছেন। তারা বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করবেন। এছাড়া জনসমাগম এড়িয়ে চলা, জনসমাবেশ তৈরি না করাতেও কাজ করবেন। একইসঙ্গে প্রশাসনের আইসোলেশন সেন্টার, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পরিদর্শন, এমনকি প্রশাসনের সফলতা ও দুর্বলতাও পর্যবেক্ষণ করবে সেনাবাহিনী।

এদিকে, মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯৩ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: