বিভাগীয় কমিশনার

প্রতীক বরাদ্দে সহযোগিতাপূর্ণ পরিবেশ-আচরণবিধি মানার অঙ্গীকার প্রার্থীদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রমে এখন পর্যন্ত কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের তিনি বলেন, আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা যাবে বলে আশা করা হচ্ছে।

বিভাগীয় কমিশনার জানান, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে সহযোগিতাপূর্ণ আচরণ পাওয়া গেছে। সবাই নির্বাচন আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, সবাই মিলে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

তিনি আরও জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। সে বিষয়ে ভোটারদের সচেতন করতে প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে পোস্টাল ব্যালট সম্পর্কেও প্রার্থীদের অবহিত করা হয়েছে।

আগামীকাল থেকে পোস্টাল ব্যালট গ্রহণ শুরু হবে এবং ১৩টি আসনের জন্য আলাদা ব্যালট বক্স স্থাপন করা হবে। প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যমের উপস্থিতিতে সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রার্থীদের উদ্বেগের বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, অধিকাংশ প্রার্থীই নিরাপদ ও নির্ভয়ে প্রচারণা চালানোর বিষয়টি গুরুত্ব দিয়েছেন। নির্বাচন কমিশন ও সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি আশ্বস্ত করেন যে, বড় ধরনের কোনো আশঙ্কা নেই।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছিল এবং তার জবাব সন্তোষজনক পাওয়া গেছে। অন্য প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ এলে লিখিতভাবে পেলে তা নির্বাচন কমিশনে পাঠানো হবে।

ঢাকা বিভাগের ১৩টি আসনে প্রত্যাহারের পর মোট প্রার্থীর সংখ্যা বর্তমানে ১৩৭ জন বলে জানান তিনি। তবে হাইকোর্টের একটি আদেশের কারণে প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেন।

সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী সব পদক্ষেপ নেব।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
কীভাবে নায়ক জাভেদের মৃত্যু হলো, জানালেন স্ত্রী Jan 21, 2026
img
বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : মাহাদী আমিন Jan 21, 2026
img
শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন ব্যারিস্টার আরমান Jan 21, 2026
img
‘আচরণ বিধিমালা লঙ্ঘন করলে দায় প্রার্থীদের উপরই বর্তাবে’ Jan 21, 2026
img
খালেদা জিয়ার আদর্শে কাজ করতে চান ঢাকা-১৪ আসনের তু‌লি Jan 21, 2026
img
একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম: শাকিব খান Jan 21, 2026
img
অপপ্রচার চালিয়ে জামায়াতে ইসলামীর ঐক্য বিনষ্টের চেষ্টা চালানো হচ্ছে: মাহবুব জুবায়ের Jan 21, 2026
img
গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের অটল মনোভাব Jan 21, 2026
img
২০২৫ সালে রাজধানীর সড়কে ২১৯ জন নিহত Jan 21, 2026
img
পরিবর্তন চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন : সাখাওয়াত হোসেন Jan 21, 2026
img
রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী Jan 21, 2026
img
ঢাকা-১০ আসনে প্রতীক পেয়ে বিএন‌পি-জামায়াতের প্রার্থীর মন্তব্য Jan 21, 2026
img
যুক্তরাষ্ট্রে চার নায়কের সঙ্গে শাবনূর Jan 21, 2026
img
মিরপুরের ঘটনায় কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জামায়াতের Jan 21, 2026
img
দীর্ঘ ২২ বছর পর সিলেটে আসছেন তারেক রহমান,শ্বশুরবাড়িতে উৎসবের আমেজ Jan 21, 2026
img
এক বছরে ট্রাম্পের আলোচিত কূটনৈতিক পদক্ষেপসমূহ Jan 21, 2026
img
চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনে মাঠে নামছেন ভিপি নুর Jan 21, 2026
img
ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন নেতানিয়াহু Jan 21, 2026
img
শেখ মেহেদীর সঙ্গে সাকিবের তুলনা নিয়ে বাশারের মন্তব্য Jan 21, 2026
img

মাইলস্টোন ট্রাজেডি

ছয় মাস চিকিৎসা, ৩৬টি অপারেশন শেষে ঘরে ফিরলো আবিদ Jan 21, 2026