নির্বাচনী কাভারেজ শুরু: মাঠে তিন মোবাইল জার্নালিস্ট
মোজো ডেস্ক 03:34PM, Jan 21, 2026
সবার আগে, সরাসরি মাঠ থেকে! —বাংলাদেশ টাইমস মোজো টিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকে শুরু করতে যাচ্ছে বিএনপি। এই প্রচারণার প্রতিটি মুহূর্তের খবর তুলে ধরতে মাঠে রয়েছে বাংলাদেশ টাইমসের বিশেষ ‘মোবাইল জার্নালিজম’ (Mojo) টিম। দলের চেয়ারম্যান তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ নির্বাচনী সফর এবং জনসভা সরাসরি মাঠ থেকে কাভার করতে সিলেট থেকে প্রতিনিয়ত আপডেট দিচ্ছে বাংলাদেশ টাইমসের বিশেষ প্রতিনিধি দল। একইভাবে অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতেও থাকবে বাংলাদেশ টাইমস টিম।
সিলেটে কাভারেজের দায়িত্বে রয়েছেন মোবাইল জার্নালিস্ট রাজিব ইসলাম, সুবহান আহমেদ ও পিনাক কান্তি দেব রায়। বাংলাদেশ টাইমসের এই টিমের মাধ্যমে নির্বাচনী প্রচারণার প্রতিটি লাইভ আপডেটের পাশাপাশি উঠে আসবে রাজনীতির ভেতরের খুঁটিনাটি সব খবর।
নির্বাচনী মাঠের তাৎক্ষণিক আপডেট, ভিডিও এবং বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশনের জন্য এই ৩ জন দক্ষ মোবাইল জার্নালিস্ট পাঠকদের জানাবেন সবশেষ ‘তরতাজা’ খবর। স্মার্টফোন এবং অত্যাধুনিক মোজো গিয়ার ব্যবহার করে তারা তারেক রহমানের মাজার জিয়ারত থেকে শুরু করে আলিয়া মাদ্রাসা মাঠের বিশাল জনসভা এবং পরবর্তী পথসভাগুলোর প্রতি মুহূর্তের চিত্র সরাসরি দর্শকদের কাছে পৌঁছে দেবেন।
উল্লেখ্য, আজ রাতে সিলেট পৌঁছানোর পর তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল (২২ জানুয়ারি) সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। এই পুরো যাত্রায় বাংলাদেশ টাইমসের মোজো টিম তার সফরসঙ্গী হিসেবে থাকবে।
সিলেটের জনসভা শেষ করে সড়কপথে ঢাকা ফেরার পথে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জসহ মোট সাতটি স্পটে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশ টাইমসের প্রতিনিধিরা প্রতিটি স্পট থেকে লাইভ আপডেট এবং বিশেষ ভিডিও প্রতিবেদন পাঠাবেন।
বাংলাদেশ টাইমসের মোজো এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ জানান, "লাইভ ঘটনার পাশাপাশি ঘটনার নেপথ্যের বিশ্লেষণও তুলে ধরবে বাংলাদেশ টাইমস। আমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের কোটি দর্শক দেশের বড় বড় দলগুলোর নির্বাচনী যাত্রার সাথে সরাসরি যুক্ত থাকবেন। ওয়েব সংবাদের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্মের বিস্তৃত অঙ্গনে দ্রুততম সময়ে সংবাদ পৌঁছে দিতে আমাদের মোজো টিম অত্যন্ত দক্ষ ও নিবেদিত।"
নির্বাচনী ময়দানের সর্বশেষ সব খবর এবং লাইভ আপডেট দেখতে চোখ রাখুন বাংলাদেশ টাইমসের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে।