কামিল (স্নাতকোত্তর ) ১ম ও ২য় বর্ষ পরীক্ষা-২০২৩ চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে দেশের বিভিন্ন মাদরাসার ৩৬ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪০তম সিন্ডিকেট সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় বর্ষ পরীক্ষা-২০২৩ এ অংশ না এসব শিক্ষার্থীরা নকলসহ বিভিন্ন দায়ে অভিযুক্ত হয়েছেন। ফলে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ৩৬ শিক্ষার্থী পরবর্তী সেশনের সঙ্গে আবার একই বর্ষের পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
এছাড়া কামিল (স্নাতকোত্তর) ০২ বছর মেয়াদি ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০২৩ এর ১১টি কেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শামছুল আলম বলেন, কোনো অবস্থাতেই পরীক্ষায় নকল কিংবা অসদুপায় অবলম্বনের মতো বিষয়গুলো বরদাস্ত করা হবে না। যদি ভবিষ্যতে এমন ঘটনা ঘটে তবে পরীক্ষার্থীর পাশাপাশি সংশ্লিষ্ট কক্ষ পর্যবেক্ষক ও বরখাস্ত হবেন। প্রয়োজনে কেন্দ্র বাতিল হবে। আমরা কোনো অবস্থাতেই নকল করতে দেবো না।
আরআই/টিএ