তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সচিব এম হাফিজ উদ্দিন খান (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উত্তরার ১ নম্বর সেক্টরের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।
মৃত এম হাফিজ উদ্দিন খানের মামাতো ভাই লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও কানাডাপ্রবাসী দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এম হাফিজ উদ্দিন খান ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থসহ অন্তত ৭টি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন তিনি। প্রায় ১৫ বছর আগে অবসরগ্রহণের পর থেকে উত্তরার বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন হাফিজ।
সিরাজগঞ্জ শহরের সমাজকল্যাণ মোড় এলাকার প্রয়াত শিক্ষক কোব্বাদ আলী খানের ছেলে হাফিজ খান সৎ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
মৃত হাফিজের মামাতো ভাই লিয়াকত আলী বলেন, ‘হাফিজ খানের মরদেহ উত্তরার বাড়িতে রয়েছে। দুই মেয়ের পরিবার কানাডা থেকে আসার পর জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে- এটা নিশ্চিত।’
আরআই/টিএ