সিলেটের জনসভা থেকে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতা শুরু করবে বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে জনসভায় যোগ দিয়ে নির্বাচনী প্রচারকাজের উদ্বোধন করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এরইমধ্যে বুধবার রাত সাড়ে ৮টায় সিলেটে পৌঁছেছেন তিনি। সেখানে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে অবস্থিত শ্বশুর বাড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়েছেন তারেক রহমান।
এদিকে বুধবার মধ্যরাত থেকেই মিছিলে মিছিলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানেই রাত্রিযাপন করবেন তারা। এরইমধ্যে সিলেট-৪ আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এবং সিলেট-৫ আসনে জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ওবায়দুল্লাহ ফারুকসহ বিভিন্ন নেতার নেতৃত্বে নেতকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছেছেন।
সিলেট জেলা ছাড়াও সুনামগঞ্জ জেলার ৫টি আসনের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান করছেন।
পিএ/টিএ