স্বাক্ষর জাল করে ভুয়া সনদসহ তথ্য গোপন করে চাকরি নেওয়ার অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল সিকদারকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়টির শুরুর সময়ে নিয়োগ পাওয়া জুয়েল সিকদারের বিরুদ্ধে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান ও রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করা, ভুয়া লেটার প্যাড ব্যবহার, তথ্য গোপন এবং আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে রাবিপ্রবি প্রশাসন তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত শেষে কমিটিগুলোর উপস্থাপিত প্রতিবেদনে অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর ২০২৫ সালের ১৭ ডিসেম্ব^র অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের নবম সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে তাকে (জুয়েল সিকদার) দোষী সাব্যস্ত করা হয়। এতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী একই তারিখ থেকে তাকে চাকরি থেকে অপসারণ করে তার পদটি শূন্য ঘোষণা করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে পাওয়া সব বেতন ও আর্থিক সুবিধা দ্রুত ফেরত দিতে তাকে নির্দেশ দিয়েছে রাবিপ্রবি প্রশাসন।
এ বিষয়ে অভিযুক্ত জুয়েল সিকদার বলেন, ‘এটা আমার বিরুদ্ধে সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। আমার কাছে সব সনদ আসল, যেগুলোর মূল কপি আমার কাছে আছে। আমি পরিস্থিতির শিকার। তবে সময়মতো আমি আবারও বিশ্ববিদ্যালয়ে ফিরব। আমি এখনো চিঠি পাইনি।’
ইউটি/টিএ