সবাইকে নিয়ে আগামী দিনের নতুন ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিবাদের জাঁতাকলে নিষ্পেষিত গণমানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি এবং ধর্মবর্ণনির্বিশেষে সব শ্রেণির মানুষের জন্য শান্তির নিরাপদ বাংলাদেশ গড়াই আগামী দিনের নতুন বাংলাদেশে আমাদের প্রধান লক্ষ্য।
গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠক থেকে বেরিয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক সাংবাদিকদের এ কথা জানান।
এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাতটি রাজনৈতিক দলের নেতারা সাক্ষাৎ করেন। বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পৃথকভাবে অনুষ্ঠিত সাক্ষাতে বিজেপির আন্দালিভ রহমান (পার্থ), গণফোরামের সুব্রত চৌধুরী, আমজনতার মিয়া মসিউজ্জামান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, জন অধিকার পার্টির ইসমাইল হোসেন, নেজামে ইসলাম পার্টির এ কে এম আশরাফুল হক ও গণতান্ত্রিক বাম ঐক্যের হারুন চৌধুরী নিজ নিজ দলের নেতৃত্ব দেন। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নেতারা তারেক রহমানের সঙ্গে দেখা করেন। মাওলানা এ কে এম আশরাফুল হক বলেন, ‘আমরা চিন্তার জায়গা থেকে মনে করি আগামী দিনের নিরাপদ উদার ও নতুন বাংলাদেশ গড়তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমেই কেবল সম্ভব।
তাই ২০২০ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে রাজপথে ছিল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। ছাত্র- জনতার অভ্যুত্থানের পর দেশে সৃষ্ট নতুন উত্তেজনা ও সংকটে অনেক ইসলামি দল যখন ভিন্ন পথ অবলম্বন করেছে, এমন নতুন সমস্যায়ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও নেতা হিসেবে তারেক রহমানের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছে।’