কুমিল্লার ২ ও ৭ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিভাগের চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো চার নেতাসহ সারাদেশে মোট বিএনপির ২৩ নেতাকে বহিষ্কার করা হয়।
কুমিল্লার দুইজন হলেন- কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিদ্রোহী প্রার্থী ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিদ্রোহী প্রার্থী, ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা ও দলের চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার আবদুল মতিন।
কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের পদ-পদবীতে আছেন এমন কেউ বহিষ্কৃতদের পক্ষে কাজ করলে আগামীতে তাদের বিরুদ্ধেও দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ‘দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আরআই/এসএন