রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের পর ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে। স্থানী সময় বুধবার (২১ জানুয়ারি) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ দাবি করেছেন।
ভারতীয় পণ্যের ওপরে প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর ভারত রাশিয়ান তেল কেনা শুরু করেছিল, তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার পর নয়াদিল্লি মস্কোর তেল কেনা বন্ধ করে দিয়েছে।’
তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মস্কো থেকে তেল কেনা দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার পর ভারত রাশিয়া থেকে তেল কেনা ‘বন্ধ’ করেছে।
গত বছরের আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। যদিও রাশিয়ান তেল ইস্যুতে ওয়াশিংটনের পদক্ষেপকে ‘অন্যায়, অযৌক্তিক’ বলে দাবি করে আসছে নয়াদিল্লি। ভারতের দাবি, দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে।
সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতসহ আরও কয়েকটি দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক বসানোর একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
শিগগিরই মার্কিন আইনসভায় এই সংক্রান্ত বিল পেশ করা হবে বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম।
বিলটি নিয়ে বেসেন্ট বলেন, এটি সিনেটর গ্রাহামের উত্থাপিত একটি প্রস্তাব, যা বর্তমানে সিনেটে বিবেচনাধীন আছে। এটি পাস হয় কি না, তা আমরা দেখব। আমাদের বিশ্বাস, প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরনের ক্ষমতার জন্য আলাদা অনুমোদনের প্রয়োজন নেই।
তথ্যসূত্র: দ্য হিন্দু
আরআই/এসএন