সিলেটে সমাবেশে তারেক রহমান

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের ভেতর কোনো মহল, দেশের ভেতরে কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে।’

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, ‘যারা এদেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী আলীয়া মাদরাসা মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এই সমাবেশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই বোনেরা, আমরা বহু মানুষের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি, বাংলাদেশের কোনো মহল, এই দেশের ভেতরে কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় এসেছে, বিভিন্ন সামাজিকমাধ্যমে এসেছে, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে।’

মানুষের ভোটাধিকার ডাকাতির আবারও চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ‘যারা এদেশ থেকে পালিয়ে গেছে, তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? প্রিয় ভাইবোনেরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

তিনি সিলেটের গুম হওয়া নেতাদের স্মরণ করে বলেন, ‘আপনাদের ইলিয়াস আলী, দিনার, জুনায়েদসহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি। ২৪-এর গণ আন্দোলনে, জনগণের আন্দোলনে এই সিলেট শহরে ১৩ জন আমাদের জীবন দান করেছে। ১৩টি প্রাণ ঝরে গিয়েছে আমাদের। প্রিয় ভাইবোনেরা এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যে অধিকার আদায়ের পথে নেমেছি একটি কুচক্রী মহল এর ভেতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।’

জনগণকে এ ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট এই দেশের জনগণ প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এসব প্রতিহত করতে পারে। পারবেন না আপনারা প্রতিহত করতে? ইনশাল্লাহ।’

এর আগে সকালে সিলেট নগরের বিমানবন্দরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে অরাজনৈতিক ১৩০ তরুণ ও শিক্ষার্থীদের সঙ্গে নিজের ভাবনা নিয়ে মতবিনিময় করেন। 

এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গতকাল বুধবার রাত ৭টা ৫০ মিনিটে তিনি সিলেট এসে পৌছান। সিলেট পৌছার পর সরাসরি হযরত শাহজলাল (রহ.) এর মাজার জিয়ারতের পর হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। তারপর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুড়বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত ১টার দিকে সেখানে পৌঁছান তিনি।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

ট্রাম্পের শান্তি পর্ষদে কারা যোগ দিলেন, কারা দিলেন না Jan 22, 2026
img
৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি Jan 22, 2026
img
বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: নাহিদ ইসলাম Jan 22, 2026
img
বিগত দিনে আমি-ডামি, নিশিরাতের নির্বাচন হয়েছে: তারেক রহমান Jan 22, 2026
img
নাটকের পর এবার সিনেমায় জুটি বাঁধছেন আফরান নিশো ও মেহজাবীন Jan 22, 2026
img
যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান আমিনুল হকের Jan 22, 2026
img
রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট Jan 22, 2026
img
এবার রোজিনাকে দেখা গেল বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ অনুষ্ঠানে Jan 22, 2026
img
দুপুরে মিরপুরের সমাবেশ দিয়েই নির্বাচনী প্রচারণায় নামছেন জামায়াত আমির Jan 22, 2026
img
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারীর দায়িত্বে তারিকুল ইসলাম Jan 22, 2026
নির্বাচনী বার্তায় বিএনপি প্রার্থী—সাভার হবে আধুনিক নগরী Jan 22, 2026
পাটওয়ারীকে নিয়ে যা বললেন মির্জা আব্বাসের কর্মী Jan 22, 2026
img
শাকিব খানকে নিয়ে মুখ খুললেন ভারতের নায়িকা Jan 22, 2026
img
আসন্ন সংসদ নির্বাচনে ২৯৮ আসনে লড়বেন ১৯৮১ প্রার্থী Jan 22, 2026
মার্কিন অর্থনীতি নিয়ে কি ভুল বার্তা দিচ্ছেন ট্রাম্প Jan 22, 2026
img
বিনা অনুমতিতে মেয়ের ছবি নেওয়ায় পাপারাজ্জিকে দেখে ক্ষুব্ধ বিপাশা Jan 22, 2026
img
মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাল চীনা দূতাবাস Jan 22, 2026
img
একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান Jan 22, 2026
img
অভিনয় ছেড়েও কোটি টাকার সম্পদের মালিক নম্রতা Jan 22, 2026
img
কোরিওগ্রাফারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মডেল নাজমি Jan 22, 2026