কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লি পুনরায় চালু করার কয়েক ঘণ্টার মাথায় আবার বন্ধ করে দিতে হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাপানের নিগাতা প্রদেশে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এ তথ্য জানায়।
২০১১ সালের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর এটিই ছিল টেপকোর অধীনে কোনো চুল্লি পুনরায় সচল করার প্রথম উদ্যোগ। খবর বার্তা সংস্থা এএফপি।
নিগাতা প্রদেশে অবস্থিত এই কেন্দ্রের ৬ নম্বর চুল্লিটি দীর্ঘ ১৫ বছর ধরে বন্ধ ছিল। গত বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২ মিনিটে পুনরায় চালু করা হয়েছিল।
দীর্ঘ প্রায় ১৫ বছর বন্ধ থাকার পর কেন্দ্রটির ৬ নম্বর চুল্লি বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২ মিনিটে চালু করা হয়। তবে চালু করার প্রক্রিয়ার সময় হঠাৎ মনিটরিং ব্যবস্থায় সতর্ক সংকেত দেখা দেওয়ায় নিরাপত্তা বিধি মেনে কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়।
টেপকোর মুখপাত্র তাকাশি কোবায়াশি জানান, বর্তমানে চুল্লিটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। কেন্দ্র থেকে কোনো ধরনের তেজস্ক্রিয়তা ছড়ানোর ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুল্লির নিয়ন্ত্রণ দণ্ড বা কন্ট্রোল রড ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণেই এই সতর্ক সংকেত সক্রিয় হয়।
এর আগেও মঙ্গলবার (২০ জানুয়ারি) চুল্লিটি চালু করার পরিকল্পনা থাকলেও একই ধরনের অ্যালার্মের কারণে সময় পিছিয়ে দেয়া হয়েছিল।
টিজে/টিএ