বগুড়া-৬ সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া সদর উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয় এবং ভোট প্রার্থনা করা হয়।
এ কর্মসূচির নেতৃত্ব দেন তারেক রহমানের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। কর্মসূচির শুরুতে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাতুলসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করেন।
এ সময় রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার সন্তান তারেক রহমান এই প্রথম বগুড়া-৬ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এটি এ অঞ্চলের মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়। ইতোমধ্যে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন।
এদিকে চলতি মাসের শেষ দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই বগুড়ায় এসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
তিনি বলেন, বগুড়াবাসী বিপুল ভোটে তারেক রহমানকে বিজয়ী করে আবারও প্রমাণ করবে বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি।
প্রচারণার উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খানসহ দলীয় নেতাকর্মীরা।
এমআর/টিকে