বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে নিরাপদ করতে হলে, ভোটের অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের মূল কাজ হচ্ছে সঠিক ব্যক্তিকে নির্বাচন করা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় প্রচারণার প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিগত ১৫ বছরে এমন কোনো নির্বাচনী জনসভা হয়নি। বিগত ১৫ বছরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। দেশকে সঠিকভাবে গড়ে তুলতে হলে, রাষ্ট্রকে মেরামত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছেন। আগামীতেও আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই।
তিনি বলেন, দেশকে নিরাপদ করতে হলে, ভোটের অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে হলে, মা-বোনদের স্বাবলম্বী করতে হলে এবং কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হলে ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, আপনারা কষ্ট করে কেন অপেক্ষা করছেন? ভোররাতে জেগে থাকা আপনাদের সবার মুখে একটি চাওয়া ফুটে উঠেছে। কী সেটা? বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়। তারা চায় একটি নিরাপদ দেশ, যেখানে সবাই নিরাপদে থাকতে পারবে, নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবে, রাস্তাঘাটে নিরাপদে চলতে পারবে।
পিএ/টিএ