চীনের বাইটড্যান্স ও ভিডিও অ্যাপ টিকটক তাদের মার্কিন কার্যক্রমের কিছু অংশ আমেরিকান বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের একটি দীর্ঘ প্রতীক্ষিত চুক্তি সম্পন্ন করেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় এই অ্যাপের ভবিষ্যৎ নিরাপদ হবে এবং সম্ভাব্য দেশব্যাপী নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হবে।
টিকটক তিনজন মূল মার্কিন বিনিয়োগকারীর সঙ্গে একটি নতুন মার্কিন সত্তা প্রতিষ্ঠা করেছে : ওরাকল, প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেক ম্যানেজমেন্ট ও আবুধাবিভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স। টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা চিউ শো জি বাইটড্যান্সের মূল্যবান ব্যবসা পরিচালনা চালিয়ে যাবেন এবং বোর্ডে থাকবেন।
আমেরিকান উদ্যোগের সিইও হবেন অ্যাডাম প্রেসার।
বিগত কয়েক বছর ধরে টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার হুমকি পেয়েছে। ২০২৪ সালে কংগ্রেস উদ্বেগ প্রকাশ করেছিল যে চীনা সরকার মার্কিন ব্যবহারকারীর ডেটা অ্যাক্সেস করতে পারে বা অ্যাপটি রাজনৈতিক প্রভাবের জন্য ব্যবহার করতে পারে। টিকটক এই অভিযোগ অস্বীকার করেছে।
নতুন চুক্তির মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীরা নতুন টিকটক মার্কিন কোম্পানির ৫০ শতাংশ মালিক হবেন। বাইটড্যান্স ৩০.১ শতাংশ নিয়ন্ত্রণ রাখবে এবং ১৯.৯ শতাংশ অংশও তাদের হাতে থাকবে। নতুন সত্তা মার্কিন ব্যবহারকারীর ডেটা সুরক্ষা এবং কনটেন্ট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে। সাত সদস্যের আমেরিকান বোর্ড এটি পরিচালনা করবে।
ওরাকল ক্লাউড কম্পিউটিং অংশীদার হিসেবে নিরাপত্তা নিশ্চিত করবে। তবে সমালোচকরা বলছেন, এই ব্যবস্থা ২০২৪ সালের মার্কিন জাতীয় নিরাপত্তা আইনের সঙ্গে পুরোপুরি মেনে চলে কি না তা স্পষ্ট নয়।
নতুন উদ্যোগে বাইটড্যান্স মার্কিন টিকটক ব্যবহারকারীর জন্য কনটেন্ট অ্যালগরিদমের একটি কপি লিজ দেবে, যাতে নতুন মার্কিন অ্যালগরিদম প্রশিক্ষণ পেতে পারে। পাশাপাশি, বিজ্ঞাপন ও দ্রুত বর্ধনশীল ই-কমার্স বিভাগেও বাইটড্যান্স নিয়ন্ত্রণ বজায় রাখবে।
সূত্র : দ্য স্ট্রেইটস টাইম
পিআর/টিএ