পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই মঞ্চে উপস্থিত রয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে ১০ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পাওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঞ্চে সারজিস আলম স্লোগানে স্লোগানে তার বক্তব্য তুলে ধরছেন।
তিনি বলেন, টানা ৩৬ দিন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।
এসএস/এসএন