ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মগবাজারের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের প্রচারণায় এই কথা জানায় তিনি
এ সময় সাফেনার গলি, ডাক্তার গলি, পকেট গেট, নুরজাহান টাওয়ার ও গ্র্যান্ড প্লাজা এলাকায় ১০ দলীয় জোটের হয়ে শাপলা কলি প্রতীকে ভোট চান নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘প্রচারণায় স্থানীয় ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। নির্বাচিত হয়ে সংসদে গেলে হাদি হত্যার বিচারের দাবি তুলবো।’
শহীদ ওসমান হাদির স্বপ্ন পূরণে নিরাপদ ঢাকা-৮ গঠন করে ইনসাফের সমাজ গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
গণভোটে হ্যাঁ ভোটের পক্ষেও প্রচারণা চালান এনসিপির মুখ্য সমন্বয়ক।
এমআই/টিএ