আগামীতে দেশ সেবা করার সুযোগ পেলে শহীদ পরিবার, জুলাই যোদ্ধা ও একাত্তরের বীরদের ঋণ শোধ করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় জোতের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠে উত্তরবঙ্গ সফরের প্রথম নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সকল ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন ও দোয়া ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায়-দয়ামুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। কারো দয়ার পাত্র হয়ে, বাংলাদেশের কোন এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না। নারী-পুরুষের হাত শক্ত করে আমরা সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘উত্তরবঙ্গের চারটা নদী আল্লাহ দান করেছে, এবং বিশাল নেয়ামত। তিস্তা, ধরলা, ব্রম্মপুত্র এবং করতোয়া। আসতে আসতে দেখলাম তা শুকিয়ে দিয়ে আল্লাহর নিয়ামতকে খুন করা হয়েছে। ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, এ দেশের কি কোনো মা-বাবা ছিল না? তাহলে আমার নদী মরে গেল কেন। কেউ কেউ বসন্তের কোকিলের মতো, উড়ে এসে জুড়ে বসে কুহুকুহু করে- পরে হারিয়ে যায়। পরে পাওয়া যায় না। আমরা এ রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি এবং আমরা থাকবো ইনশাআল্লাহ।’
শীর্ষ এই নেতা জনসভায় থাকা শহীদ পরিবার, জুলাই যোদ্ধা ও একাত্তরের বীরদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা আপনাদের সকলের কাছে ঋণী। আমরা সর্বশক্তি দিয়ে আগামীতে দেশ সেবা করার সুযোগ পেলে, সরকার গঠন করার সুযোগ পেলে আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’
এসময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি ভোট ডাকাতির চেষ্টা করে, তবে তাকে রুখে দিতে হবে বলেও জানান তিনি। পরে ১০ দলের পক্ষ থেকে পঞ্চগড়ের দুই প্রার্থীর পক্ষে মানুষদের থাকার আহ্বান জানিয়ে তিনি জোটের প্রার্থী পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলমের হাতে শাপলা কলির প্রতীক ও পঞ্চগড়-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী সফিউল আলম সুফির হাতে দাঁড়িপাল্লার প্রতীক তুলে দেন।
একই সাথে দেশ থেকে বৈষম্য, দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে জানান জামায়াত আমির।
জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পঞ্চগড়-১ আসনের জোটের প্রার্থী এনপসিপির সারজিস আলম, পঞ্চগড়-২ আসনের জামায়াতে প্রার্থী সফিউল আলম সুফি, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন, জোটের শরিক দল জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ জোটের নেতারা বক্তব্য দেন।
এবি/টিএ