রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে পীরগঞ্জের বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নিজের তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন জামায়াত আমিরের পাশেই ছিলেন। জিয়ারত ও মোনাজাত শেষে ডা. শফিকুর রহমান আবু সাঈদের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন।

কবর জিয়ারতের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মোনাজাতে জামায়াত আমির মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, ‘হে আল্লাহ, জুলাই আন্দোলনে যারা অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে, তুমি তাদের শহীদ হিসেবে কবুল করো।’

তিনি আরও বলেন, ‘আবু সাঈদের রেখে যাওয়া দায়িত্ব পালন করার তাওফিক আমাদের দান করো। আমরা অঙ্গীকার করছি, তাদের স্বপ্ন ও দাবির পূর্ণ বাস্তবায়ন করব। হে আল্লাহ, তুমি বাংলাদেশের ঘরে ঘরে এমন বিপ্লবী যুবক তৈরি করে দাও, যারা ঈমান ও জাতির পাহারাদার হবে এবং দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে।’

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, শহীদ আবু সাঈদের যে প্রেরণা ও চাওয়া ছিল, তাকে সমর্থন জানিয়েই জামায়াতে ইসলামী সামনের দিকে এগিয়ে যাবে। আগামীতে যাদের হাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, আল্লাহ যেন তাদের সাহায্য করেন সেই প্রার্থনাও করেন তিনি।

জামায়াত আমিরের আগমনকে ঘিরে পীরগঞ্জের বাবনপুর গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তাকে একনজর দেখার জন্য শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। সেখানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ডা. শফিকুর রহমান গতকাল (শুক্রবার) হেলিকপ্টারযোগে পঞ্চগড়ে আসেন এবং সেখানে জনসভা করেন। এরপর ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুরের টাউন হল চত্বরে জনসভা শেষ করে আজ পীরগঞ্জে আসেন।

জিয়ারত শেষে তিনি সড়কপথে গাইবান্ধা, সিরাজগঞ্জ ও পাবনার উদ্দেশ্যে রওনা হন। এই জেলাগুলোতে জনসভা শেষ করে তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। গতকালের জনসভাগুলোতে তিনি বৈষম্যহীন সমাজ ও ইনসাফ কায়েমের প্রত্যয় ব্যক্ত করে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট চেয়েছেন।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Jan 24, 2026
img
বিএনপির জনসমাবেশ উপলক্ষে চট্টগ্রামে ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা Jan 24, 2026
img
শহীদদের পরিবারকে আমরা মাথার তাজ করে রাখব: জামায়াত আমির Jan 24, 2026
img
ঘনিষ্ঠ দৃশ্যের আগে ভয় পেয়েছিলেন ইরফান বললেন দিব্যা দত্ত Jan 24, 2026
img
জনতার বিজয় ছিনিয়ে আনতে যুবকদের তৈরি থাকার আহ্বান জামায়াত আমিরের Jan 24, 2026
img
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো : জামায়াত আমির Jan 24, 2026
img
অভিনেত্রী অহনার মেয়েকে ভালোবাসায় ভরিয়ে দিল নেটিজেনরা Jan 24, 2026
img
ক্ষমতায় গেলে যোগ্যতার ভিত্তিতে নারীদেরকে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির Jan 24, 2026
img
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র Jan 24, 2026
img
মেয়ের আদুরে মুহূর্ত ভাগ করলেন অনিন্দিতা Jan 24, 2026
img
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Jan 24, 2026
img
ট্রাম্পের হুমকির মধ্যে গ্রিনল্যান্ড সফর করলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী Jan 24, 2026
img
ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ২ শতাধিক নেতাকর্মী Jan 24, 2026
img
বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই: সুলতান আহমদ Jan 24, 2026
img
পাকিস্তানে বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণে প্রাণ গেল ৫ জনের Jan 24, 2026
img
জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল Jan 24, 2026
img
হার্ট সুস্থ রাখতে খাবারে রাখুন মাছের ডিম Jan 24, 2026
img
রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির Jan 24, 2026
img
ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি Jan 24, 2026
img
যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন Jan 24, 2026