মুন্সিগঞ্জের লৌহজংয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর টোল প্লাজা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের হলেন- মো. কাজল ইসলাম জিকু (৩০), মো. রুবেল রানা (৩০), মো. মোস্তাফিজুর রহমান রাজু (৪৮)। অপর গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বশির হাওলাদার (৫৬), মো. হীরা বেপারী (৪৮) ও মো. ফয়সাল রাব্বি (২১)।
এ সময় তাদের কাছ থেকে ১টি সিলভার রঙের হাইয়েস মাইক্রোবাস, ১টি ওয়্যারলেস সেট, ১টি খেলনা পিস্তল, ১ জোড়া স্টিলের হ্যান্ডকাফ, পুলিশের মনোগ্রামযুক্ত ৪টি ডিবি পুলিশের জ্যাকেট (কটি), ১টি ইলেকট্রিক শক মেশিন ও ১টি চায়না লেজার লাইট উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে পদ্মা সেতু উত্তর থানা টোল প্লাজার সামনে থেকে অভিযুক্তদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এক্সপ্রেসওয়েতে বিভিন্ন যানবাহনকে টার্গেট করে ডাকাতির প্রস্তুতি চলছিল বলে অভিযুক্তরা স্বীকার করেছে। এছাড়া গ্রেপ্তারকৃত ছয়জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এবি/টিকে