ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ভাসমান দোকান থেকে ছাত্রদল ও ছাত্রশক্তির কয়েকজন নেতার চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দসহ একদল শিক্ষার্থী।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘চাঁদাবাজদের ঠিকানা- এই ক্যাম্পাসে হবে না’- এ ধরনের নানা স্লোগান দেন। সমাবেশে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ক্যাম্পাসে চাঁদাবাজির ঘটনা নতুন নয়। টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগার, নীলক্ষেত ও মেট্রোরেল সংলগ্ন এলাকায় এ ধরনের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলমান বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর ক্যাম্পাসে চাঁদাবাজি বন্ধ হওয়ার প্রত্যাশা থাকলেও সাম্প্রতিক ঘটনায় তা ব্যাহত হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম যুবা বলেন, পূর্বে উচ্ছেদ কার্যক্রমের সময় কয়েকজন ব্যক্তি শিক্ষার্থী সেজে মিছিল করলেও বর্তমানে তাদের চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে। তিনি প্রশাসনের কাছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভকারীরা জানান, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করবেন তারা।
ইউটি/টিএ