বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়াম্যান তারেক রহমান বলেছেন, 'এ দেশই আমার প্রথম ও শেষ ঠিকানা। এ দেশ ও মানুষের জন্য আমার সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।'
উপস্থিত হাজার হাজার কর্মী-সমর্থকের উদ্দেশে তারেক রহমান বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। স্বাভাবিকভাবে দেশের মানুষের কাজ করতে পরিকল্পনা থাকতে হবে। জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তাই বিএনপির সকল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষের যেমন বিএনপির কাছে দাবি আছে, ঠিক একইভাবে বিএনপিরও কিন্তু দাবি আছে আপনাদের কাছে। কী কী সেই দাবি? ধানের শীষকে জয়যুক্ত করা।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী পাইলট স্ক্রু মাঠে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এই দাবির কথা জানান। চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ শেষ করে ফেনী পাইলট স্কু মাঠে নির্বাচনী সমাবেশে তারেক রহমান এসে পৌঁছান ৫টা ৫৫ মিনিটে। সেখানে এসে তিনি মাগরিবের নামাজ আদায় করে মঞ্চে ওঠেন।
এমআর/টিএ