রাজধানীর সায়েদাবাদ এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছে মো. জনি (৩৫), মো. জাহিদুল ইসলাম (৩৮), ওমর ফারুক (৩৪), সজিব (৩০), আশিক (২৬) ও প্রেমা খাতুন (২১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সায়েদাবাদ বাস টার্মিনাল ও রেললাইন এলাকায় সোমবার ভোর ৪টায় যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড। ৬ ব্যক্তিকে আটকের পাশাপাশি তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, ৩টি ককটেল, ৫ হাজারের বেশি ইয়াবা, ২৭০ প্যাকেট হিরোইন, বিদেশি মদ, ৮ লাখ টাকা এবং দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তিতে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যেকোনো আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে প্রদানের আহ্বান জানানো হয়।
এমআর/টিএ