নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তির এক বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে ১৯টিরও বেশি মামলার এজাহারভুক্ত আসামি মো. মোমেন ওরফে টাইগার মোমেন।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে, রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সোনারগাঁ কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মোমেন (৪০) কাঁচপুর সোনাপুর গ্রামের হাজী মো. আমির আলীর ছেলে।
তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
গোয়েন্দা পুলিশ জানায়, টাইগার মোমেন ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁ এলাকায় সংঘটিত মোহাম্মদ আশিক মিয়া (২০) হত্যা মামলার এজাহারভুক্ত ৬৫ নম্বর আসামি।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন ও চুরির অভিযোগে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় রুজুকৃত ১৯টির অধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এমআর/টিএ