বিএনপি দুর্নীতির লাগাম টানতে জানে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। প্রশ্ন রেখে তিনি বলেন, ‘যে দল বিএনপিকে দুর্নীতিবাজ বলছে তাদের দু’জন মন্ত্রী তখন পদত্যাগ করেনি কেন?’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘জনগণের ইচ্ছামতো এ দেশ যেন আগামীতে চলতে পারে সেজন্য মানুষের ভোটের অধিকার দরকার। গেলো ১৬ বছরে ভোটের অধিকার থাকলে জনগণের অধিকার লুণ্ঠিত হতো না।’
তিনি বলেন, ‘অনেক দল আছে নির্বাচনী জনসভায় এসে অন্য দলের সমালোচনা করে। এসব না করে জনগণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। দেশ ও দেশের মানুষের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা বিএনপির রয়েছে। এখানে এসে অন্য দলের গীবত গাইলে জনগণের কোনো লাভ হবে না।’
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘বিএনপির বিরুদ্ধে এ মুহূর্তে একটি রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গেছে তাদেরই ভাষা ব্যবহার করছে।’ ময়মনসিংহ বিভাগের ২৪ জন সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের পক্ষে ভোট চান তারেক রহমান।
আইকে/এসএন