ভারতের মহারাষ্ট্রের বারামতিতে ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতির উদ্দেশে যাত্রা করা ভিএসআর ভেঞ্চার্সের লিয়ারজেট ৪৫ (রেজিস্ট্রেশন নম্বর ভিটি-এসএসকে) বিমানটি অবতরণের নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে পাহাড়ি এলাকায় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন পাইলট ক্যাপ্টেন শম্ভাবী পাঠক, ক্যাপ্টেন সুমিত কাপুর, এক ফ্লাইট অ্যাটেনডেন্ট, অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদীপ যাধব এবং অজিত পাওয়ার নিজে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি সকাল ৮টা ১০ মিনিটে মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং প্রায় ৩৫ মিনিট পর বারামতির কাছাকাছি দুর্ঘটনার শিকার হয়।
পাইলট শম্ভাবী পাঠক ২০২২ সাল থেকে ভিএসআর ভেঞ্চার্সের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিউজিল্যান্ড ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক পাইলট প্রশিক্ষণ ও এভিয়েশন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) প্রদত্ত ফ্রোজেন এটিপিএলসহ একাধিক লাইসেন্স ও সার্টিফিকেশন তার ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশজুড়ে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
আইকে/টিএ