গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হলে দেশে আর কখনও স্বৈরাচার সরকারের আগমন ঘটবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, ক্ষমতায় গেলে অনেকে ছলে বলে কৌশলে চেয়ার আকড়ে ধরে, সংবিধান পরিবর্তন করে। গণভোটে 'হ্যাঁ' জিতলে এই সিস্টেমের পরিবর্তন ঘটবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে গণভোটে 'হ্যা' এর পক্ষে প্রচারণায় আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলেও জানান ধর্ম উপদেষ্টা।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেন, গত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। কারণ, ইসি গঠন হয়েছিল নির্দিষ্ট ব্যক্তির পছন্দে। এসময় সিইসি রকিবুদ্দিনের উদাহরণ টেনে তিনি বলেন, এই ব্যক্তির নাম কেউ প্রস্তাব না করলেও তার নিয়োগ হয়েছিল সরাসরি প্রধানমন্ত্রীর সুপারিশে।
গণভোটে ‘হ্যা’ জয়ী হলে এই সিস্টেম বদলাবে জানিয়ে তিনি বলেন, গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে। আগের মতো শাষনামল না চাইলে গণভোটে হ্যা-তে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এমআর/টিকে