শুল্কসহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। শিগগিরই যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়া ৩০ দিনের জন্য চীনে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্য-চীন বিজনেস কাউন্সিল অনুষ্ঠিত হয়। এদিন সভায় ৬০ ব্রিটিশ এবং ৫০ চীনা কোম্পানি দুদেশের বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা নিয়ে সরাসরি আলোচনা করে। দুই দেশই বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে সম্মত হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চীন সফরে দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গভীর করতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মধ্যে রয়েছে ৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই ব্রিটিশ নাগরিকদের চীন ভ্রমণে বেইজিয়ের সম্মতি। একই সঙ্গে ব্রিটেনের হুইস্কির ওপর চীনের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
পাশাপাশি যুক্তরাজ্যভিত্তিক ফার্মাসিউটিক্যালস অ্যাস্ট্রাজেনেকা চীনে দেড় হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, এই ঘোষণার মধ্য দিয়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টায় ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে এক কাতারে যোগ দিল লন্ডন।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৈঠকের শুরুতেই যুক্তরাজ্যের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে চীন প্রস্তুত বলে জানান প্রেসিডেন্ট শি জিনপিং।
বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য দুদেশের মধ্যে নিয়মিত সংলাপ জরুরি বলে উল্লেখ করেন তিনি। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে যুক্তরাজ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ভিসা ছাড়াই যুক্তরাজ্যের চীনে ভ্রমণ ও হুইস্কি শুল্ক হ্রাসের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক কূটনীতি ও যুক্তরাজ্য-চীন সম্পর্ককে নতুন বিতর্কের মুখে নিয়ে এসেছে বলছেন বিশ্লেষকরা।
এমআই/এসএন