‘নতুন নাটোর, নতুন আশা’ স্লোগানকে সামনে রেখে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তার ইশতেহারের মধ্যে অন্যতম একটি গণমাধ্যমকর্মীদের জন্য সংসদে ১০ম ওয়েজবোর্ড ঘোষণার উদ্যোগ এবং অবসরপ্রাপ্ত সাংবাদিক ও লেখকদের জন্য আবাসন ব্যবস্থা নির্মাণের প্রতিশ্রুতি দেন এই বিএনপি নেতা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ১০ দফার ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের পরিবারকে যথাযথ সম্মান প্রদর্শন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ক্রীড়া ও পর্যটন, আইন-শৃঙ্খলা, কৃষি উন্নয়ন, শিল্প ও বাণিজ্য এবং বিজ্ঞান প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ ১০টি খাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
ইশতেহারের শুরুতেই রুহুল কুদ্দুস তালুকদার দুলু মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের অঙ্গীকার করেন। তিনি জানান, নির্বাচিত হলে এসব পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে 'কৃষি কার্ড' ও 'ফ্যামিলি কার্ড' প্রদান করা হবে।
শিল্পায়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, নাটোরে গ্যাস সংযোগ নিয়ে আসার মাধ্যমে কল-কারখানা স্থাপন করে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ ছাড়া, নারীদের কর্মসংস্থান, নারী উদ্যোক্তা তৈরি এবং তরুণদের জন্য ফ্রিল্যান্সিংয়ের সুযোগ সৃষ্টি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। কৃষির্নিভর নাটোরে কৃষিভিত্তিক ইপিজেড ও পর্যাপ্ত হিমাগার নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।
পরিকল্পিত নগরায়নের বিষয়ে ইশতেহারে বলা হয়, নির্বাচিত হলে নাটোর শহর সম্প্রসারণ, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং শহরের মাঝ দিয়ে প্রবাহিত নারদ নদ সংস্কার করে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে।
শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ট্রমা সেন্টার নির্মাণের ঘোষণা দেন দুলু। এ ছাড়া, নাটোর সদর হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ সেবা চালুর কথা উল্লেখ করেন। প্রযুক্তিবান্ধব নাটোর গড়তে তিনি আইটি পার্ককে পূর্ণাঙ্গ রূপে চালু এবং জনগুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াইফাই জোন তৈরির প্রতিশ্রুতি দেন।
যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে নাটোর-নওগাঁ সড়ক চার লেনে উন্নীত করণ এবং নাটোর রেলগেটে ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণ করার কথা জানান তিনি। নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং জেলার পর্যটন স্পটগুলো আধুনিকায়নের মাধ্যমে তিনি আরও আকর্ষণীয় করে গড়ে তোলার কথা উল্লেখ করেন।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে নাটোর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এসএস/এসএন