ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিলে পাঁচ বছরে সেই ঋণ শোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নোয়াখালীর চাটখিল এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এই প্রতিশ্রুতি দেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এই নির্বাচন বলে দিবে স্বাধীনতার পক্ষের নাকি বিপক্ষের শক্তি ক্ষমতায় আসবে। মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে বেগম খালেদা জিয়াকে। বিএনপি ক্ষমতায় গেলে সবাই যাতে খেতে পারে সেই দায়িত্ব নেবে রাষ্ট্র।’
সারা দেশের পাশাপাশি চাটখিল ও সোনাইমুড়ীতে ধানের শীষের গাজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে তিনি বলেন, ‘এ জোয়ারেই বিএনপি জয়লাভ করবে এবং সরকার গঠন করবে।’
ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘১২ ফেব্রুয়ারি আপনারা ভোট দিয়ে ঋণী করলে, আগামী পাঁচ বছর আমি সেই ঋণ শোধ করব। আমরা ক্ষমতায় গেলে জনগণের মৌলিক চাহিদা নিশ্চিতে কাজ করব।’
বিএনপি সরকার গঠন করলে নারীদের আর্থিক অসঙ্গতি দূর করতে ফ্যামিলি কার্ড দেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘কৃষকদের জন্য কৃষক কার্ড আর নিরাপদ স্বাস্থ্য নিশ্চিতে বাস্তবায়ন করা হবে স্বাস্থ্য কার্ডও।’
সবসময় ধর্মীয় উপসনালয়গুলোর দিকে সুনজর রেখেছেন জানিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘নির্বাচিত হলে ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে। আমার এলাকায় চাঁদাবাজ আর দখলবাজদের ঠাঁই হবে না, হতে দেব না।’
তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল বেহেস্তের টিকিট দিতে পারলে নামাজ-রোজার কোনো প্রয়োজন থাকতো না। টিকিট বিক্রি করা দলটি প্রতারক, তারা আল্লাহকে চ্যালেঞ্জ করে। যারা বিকাশ নম্বর আর ভোটার আইডি কার্ড চায় তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। যুদ্ধের সময় তারা দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে ছিল।’
এসএস/এসএন