আগামী নির্বাচন বানচাল ও ইঞ্জিনিয়ারিং করতে একটি পক্ষ গভীর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, “প্রবাসীরা এবার ভোট দিতে পারছে এটা একটা অর্জন।”
তবে নতুন পদ্ধতি হওয়ায় এ বিষয়ে অনেকের স্পষ্ট ধারণা না থাকায় কেউ কেউ প্রবাসী ভোট নিয়ে জালিয়াতির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী অতি গোপনে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের টাকা দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেত্রী।
তিনি বলেন, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের পরিকল্পনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
আলোচনা সভায় প্রবাসে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিজে/এসএন