কানাডার ওপর ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তৈরি হওয়া যেকোনো আকাশযান যুক্তরাষ্ট্রে বিক্রির ক্ষেত্রে কার্যকর হতে পারে এই শুল্ক।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান গাল্ফস্ট্রিম অ্যারোস্পেসের তৈরি জেটগুলোকে কানাডায় বৈধতা না দেয়ায় দেশটির বিরুদ্ধে হুমকি দেন ট্রাম্প। একইসাথে যুক্তরাষ্ট্রে কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ারের সকল আকাশযানের বৈধতা কেড়ে নেয়ারও ঘোষণা দেন তিনি।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও বলেন, এর বিনিময়ে আমেরিকা সব কানাডিয়ান বিমানের সার্টিফিকেশন বাতিল করবে।
সম্প্রতি, চীন সফর করে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এতে ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অটোয়া-বেইজিং কোনো বাণিজ্য চুক্তি হলে কানাডার সকল পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের হুমকিও দেন তিনি।
এমআই/এসএন