২০ কেজি ধানের শীষ শরীরে নিয়ে তারেক রহমানকে দেখতে এসেছেন এক সমর্থক

দীর্ঘ দুই দশক পর রংপুরে আসছেন বিএন‌পির চেয়ারম‌্যান তা‌রেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সা‌ড়ে ৪টায় রংপুর নগরীর ঐতিহা‌সিক কালেক্টরেট ঈদগাহ্ মা‌ঠে বিএন‌পি আয়ো‌জিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। 

 ইতোমধ্যে দল‌টির ‌নেতাকর্মীরা সভাস্থ‌লে আস‌তে শুরু ক‌রে‌ছেন। কেউ দল‌টির পতাকা হা‌তে, কেউ পতাকা সংব‌লিত ক‌্যাপ মাথায় পরে, আবার কেউ ধা‌নের শীষ জ‌ড়ি‌য়ে সভাস্থ‌লে এসে‌ছেন। এর মধ্যে পু‌রো শরীর জু‌ড়ে সাড়ে ২০ কে‌জি ধা‌নের শীষ গা‌য়ে জ‌ড়ি‌য়ে এসে‌ছেন আব্দুল কাদের মণ্ডল। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর থেকে এসেছেন।

ধা‌নের শীষ তার পরনে এবং মাথায় টুপি আকারে আট‌কি‌য়ে সভাস্থ‌লে ঘুর‌ছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের প্রতি তার ভালোবাসা ও সমর্থনের কথা জানাচ্ছেন।

আব্দুল কাদের মণ্ডল জানান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা থেকে আজ ভোরে কালেক্টরেট ঈদগা মাঠে এসেছেন। তারেক রহমানকে সভা মঞ্চের কাছ থেকে সরাসরি দেখতে এবং তার কথা শুনতেই কাক ডাকা ভোরে তিনি মাঠে ঢুকেছেন। 

নলডাঙ্গা ইউনিয়ন কৃষক দলের কর্মী আব্দুল কাদের মণ্ডল জানান, এবারই প্রথম তারেক রহমানকে সামনাসামনি দেখবেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকবার সরাসরি দেখেছেন। ঢাকায় বিভিন্ন সময় বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবার দলের নতুন কান্ডারী তারেক রহমানকে দেখার সুযোগ হওয়ায় তিনি বেশ আনন্দিত।

শুধু আব্দুল কাদের মণ্ডলই নয়, তার মতো আরও কয়েকজন সমর্থককেও দেখা গেছে, তাদের কেউ হাতে, কেউবা মাথায় টুপিতে ধানের শীষ জড়িয়ে এসেছেন। দলকে ভালোবেসে এমন সাজে নিজেদের এই প্রচার প্রকাশে উচ্ছ্বসিত তারা। তাদের এই ব্যতিক্রমী প্রচার সবার দৃষ্টি কাড়ছে।
  
এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে উজ্জীবিত রংপুরের নেতাকর্মীরা। রংপুর জেলায় বৃহৎ জনসভা করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। 

বিএনপির নেতাকর্মীরা বলছেন, রংপুরের জনসভায় তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং রংপুরকে বৈষম্যমুক্ত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে যাবেন তারেক রহমান। রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে বিএনপি রংপুর বিভাগের পক্ষ থেকে তারেক রহমানের কাছে নানা দাবি তুলে ধরা হবে। 

এদিকে জনসভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলাবাহিনী ব্যাপক তৎপর রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শুক্রবার জনসভাস্থল, বিভিন্ন সড়ক, নগরীর প্রবেশ মুখে পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া পুরো নগরীতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, নির্বাচনি সফরে শুক্রবার রংপুরে জনসভাস্থলে যাওয়ার পথে বিকেল ৩টা ৪৫ মিনিটে পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

ওইদিন রাতে রংপুর থেকে বগুড়ায় ফিরবেন। সেখানে রাতযাপন করে পরদিন শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সারা দেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার ৫০৪ Jan 30, 2026
img
শিল্পী হিসেবে এই স্বীকৃতি সর্বোচ্চ পাওয়া: অবন্তী সিঁথি Jan 30, 2026
img
সাফ ট্রফি হাতে সাবিনাদের উচ্ছ্বসিত সংবর্ধনা Jan 30, 2026
img
ধর্মের নামে ভোট চাওয়া জনগণের সঙ্গে প্রতারণা: সালাহউদ্দিন Jan 30, 2026
img
ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক Jan 30, 2026
img
ইরানের পাল্টা হামলার জবাব এবার সীমাবদ্ধ থাকবে না, হুঁশিয়ারি সেনাবাহিনীর মুখপাত্রের Jan 30, 2026
img
নিয়মে নেই, তবু আজীবন সম্মাননায় দুই প্রয়াত ব্যক্তি! Jan 30, 2026
img
প্রচার গাড়ি ভাঙা নতুন চিন্তাকে ধ্বংস করার শামিল: শিশির মনির Jan 30, 2026
img
দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন নিরপেক্ষ হবে না: গোলাম পরওয়ার Jan 30, 2026
img
‘দাদাসাহেব ফালকে’ এর বায়োপিকে আমির, পরিচালনায় হিরানি Jan 30, 2026
img
শনিবার টাঙ্গাইল যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা Jan 30, 2026
img
যমজ সন্তানের মা হয়েও ৩৮-এ ফের অন্তঃসত্ত্বা রুবিনা! Jan 30, 2026
img
শাহ সুলতান বলখী (রহ.) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান Jan 30, 2026
img
সিকিমে ‘ব্ল্যাক আইস’-এর মরণ ফাঁদে আটকা পড়া ২৮ পর্যটককে উদ্ধার Jan 30, 2026
img
‘মিমিকে ছাড়ব না’, হাসপাতাল থেকেই হুমকি অভিযুক্তের! Jan 30, 2026
img
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা Jan 30, 2026
img
গণভোট ইস্যুতে সব মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের Jan 30, 2026
img
প্রেমের ব্যর্থতা থেকে বিতর্ক, ইব্রাহিমের বিরুদ্ধে মুখ খুললেন ওরি Jan 30, 2026
img
বিএনপির প্রার্থীর সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার আবদার Jan 30, 2026
img
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু হয়েছে: জামায়াতে আমির Jan 30, 2026