দেশের হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকদের ন্যায্য দাবি ও অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তা নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ও বাস্তবায়নে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের বিশ্বাসপাড়ায় পেকুয়ার হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে বসবাসরত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির দায়িত্ব। সনাতন ধর্মাবলম্বীদের যেসব ন্যায্য দাবি রয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দলের কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করা হবে এবং বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান-সবাই এ দেশের নাগরিক। কোনো সম্প্রদায় যেন বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। জাতীয়তাবাদী শক্তির কাছে সব সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা পাবে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি নারীদের রাজনৈতিক অংশগ্রহণে গুরুত্ব দেয়। সংসদের ৫০টি সংরক্ষিত আসনের পাশাপাশি বিএনপি সরাসরি নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও উল্লেখযোগ্য সংখ্যক নারীকে মনোনয়ন দিয়ে থাকে।
তিনি অভিযোগ করেন, ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে আন্তরিক নয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তাই আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানাই।
পথসভায় উপস্থিত স্থানীয় হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি তাদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং ধর্মীয় উৎসব পালনে প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সালাহউদ্দিন আহমদ।
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, সমাজসেবক তিলক বিশ্বাস, পেকুয়া সদর পশ্চিমজোন বিএনপির আহ্বায়ক এম শাহনেওয়াজ আজাদ, সদস্য সচিব আবদুল মোনাফ এবং পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরআই/টিকে