রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় হলে দারিদ্র্য দূর হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হুসাইন। তিনি বলেছেন, সমাজের দারিদ্র্য জনগোষ্ঠীর হক আছে ধনীদের সম্পত্তিতে, এটা পবিত্র কুরআনের নির্দেশনা।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে সেন্টার ফর জাকাতের আয়োজনে চতুর্দশ জাকাত ফেয়ার ২০২৬-এ এসব কথা বলছেন ধর্ম উপদেষ্টা।
তিনি বলেন, জাকাত ব্যক্তিগতভাবে দিলে আদায় হয়। তবে সামষ্টিকভাবে দিলে তার উপকারিতা বাড়বে। থোক বরাদ্দ করে যথাযথ জাকাত আদায় না করা ভয়াবহ শাস্তিযোগ্য কাজ।রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় হলে দারিদ্র্য দূর হবে।
তিনি আরও বলেন, জাকাত গরিবের হক। সমাজের দারিদ্র্য জনগোষ্ঠীর হক আছে ধনীদের সম্পত্তিতে, এটা পবিত্র কুরআনের নির্দেশনা। এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বহুদিন যাবৎ উপেক্ষিত। আমরা এ বিষয়ে সচেতন হবো, সচেতনতা তৈরি করব।
তিনি আরও বলেন, সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা লেখাপড়া করতে পারে না। যৌনকর্মকে পেশা হিসেবে গ্রহণ করে, যা দুঃখজনক। এমন ভয়াবহ গুনাহ থেকে মুক্তির পথ জাকাত ছাড়া আর কিছুই হতে পারে না। জাকাতের মাধ্যমে তাদেরকে সম্মানজনক পেশায় স্বাবলম্বী করা যেতে পারে।
ধর্ম উপদেষ্টা বলেন, আমি একটা মানুষকে শাড়ি দিলাম, লুঙ্গি দিলাম, সে ৩০ বছরেও নিজের পায়ে দাঁড়াতে পারে না। তাকে যদি পরিকল্পনামাফিক জাকাত বিতরণ করি, তাহলে হয়তো দুই বছর পর সে নিজেই জাকাত দেওয়ার পরিমাণের সম্পত্তির মালিক হয়ে যেতে পারে।
এসএস/টিএ