জয়পুরহাটের আক্কেলপুরে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন ইউনিয়ন যুবলীগকর্মী মিন্নত আলী মণ্ডল (৩৮)।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর গ্রামে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার বাঁ হাতে হাতকড়া পরা অবস্থায় ডান হাতে মায়ের খাটিয়া নিয়ে কবরে যেতে দেখা যায় তাকে।
জয়পুরহাট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্ত্রী মরিয়ম বেগমের আবেদনের প্রেক্ষিতে জয়পুরহাট কারাগার থেকে বিকেলে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় কয়েদি মিন্নত আলী মণ্ডলকে।
মায়ের জানাজা শেষে ২ ঘণ্টা ১৫ মিনিট পরে তাকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, প্যারোলে মুক্তি পাওয়া মিন্নত আলী মণ্ডল গেীনাথপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও আবাদপুর গ্রামের মোবারক আলী মণ্ডলের ছেলে। গত বছরের ২১ ডিসেম্বর তাকে জয়পুরহাট সদর থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। এর পর থেকে ৪১ দিন ধরে কারাগারে আছেন তিনি।
শনিবার ভোর সাড়ে ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তার মা মোমেনা বেগম মারা যান। কারাগারে থাকা অবস্থায়ই মায়ের মৃত্যুর খবর পান মিন্নত আলী। বাদ আছর কড়া পুলিশ পাহাড়ায় তিনি জানাজায় অংশ নেন।
জানাজা শেষে বাঁ হাতে হাতকড়া পরা অবস্থায় ডান হাতে মায়ের খাটিয়া কাঁধে নিয়ে ছেলেকে যেতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এলাকাবাসী।
সে সময় অনেকের চোখে জল দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘আইন তার নিজস্ব পথে চলে। কিন্তু মায়ের জানাজায় ছেলের এমন উপস্থিতি আমাদের সবাইকে নাড়া দিয়েছে।’
জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা জানান, মিন্নত আলীর মায়ের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রীর আবেদনের পর জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা ও দাফন কার্যক্রম শেষে নির্ধারিত সময়ের আগেই তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।’
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া জানান, পরিবারের আবেদনের পর মানবিক দিক বিবেচনায় নিয়ে মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য তাঁকে সীমিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।
টিকে/