ফরিদপুরে ১৪ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে আহত ৫০
মোজো ডেস্ক 12:50AM, Feb 01, 2026
ফরিদপুরের ভাঙ্গায় স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ১৪ গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
শনিবার সংঘর্ষ চলাকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ডের দুই পাশে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় সড়কের দুই পাশে পুকুরিয়া বাজারের প্রায় ৩০টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ভাঙ্গার ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমিতে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রধান শিক্ষক মো. এনামুল কবির পার্শ্ববর্তী হামিরদী ইউনিয়নের ১০ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে দাওয়াত দেননি।
এতে ওই কয়েক গ্রামের শিক্ষার্থী ও অভিভাবকদের ভেতরে ক্ষোভ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মেরে আহত করে কিছু বখাটে। এ খবর ওই শিক্ষার্থীর এলাকা মানিকদাহ ইউনিয়নের ৪ গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। পালটা জবাবে হামিরদী ইউনিয়নের ১০ গ্রামের হাজার হাজার মানুষ সড়কে অবস্থান নেয়।
একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ পৌঁছে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। মহাসড়কে সন্ধ্যার আগেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। অবরুদ্ধ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশ তাদের গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করেছে।